আমি বিয়ের বিরুদ্ধে নই: মালালা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৬, ২০২১, ০১:০৮ এএম

আমি বিয়ের বিরুদ্ধে নই: মালালা

পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী ও শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই ‘আমি বিয়ের বিরুদ্ধে ছিলাম না। আমি প্রথাটি নিয়ে সতর্ক ছিলাম। আমি পুরুষতান্ত্রিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। পাশাপাশি বিয়ের পর নারীদের নানা বিষয়ে আপসের প্রস্তুতি নিতে হয় এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বিয়েসংক্রান্ত আইনগুলোতে সাংস্কৃতিক প্রথা ও নারীবিদ্বেষী মনোভাবের প্রভাব পড়ে তা নিয়ে কথা বলেছিলাম। সব প্রশ্নের জবাব হয়তো আমার কাছে নেই। তবে বিবাহিত জীবনে আমি বন্ধুত্ব, ভালোবাসা ও সমঅধিকার উপভোগ করতে পারব বলে বিশ্বাস করি।'

নোবেলজয়ী নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের বিয়ে নিয়ে কিছুদিন ধরেই সারাবিশ্বে আলোচনা চলছে। মালালা বিয়ে করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তা আসার মালিককে। যদিও মাত্র ৪ মাস আগে মালালা বলেছিলেন, 'মানুষ কেন বিয়ে করে আমি বুঝি না।'নিজের সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন মালালা।

মালালা ফ্যাশনবিষয়ক জনপ্রিয় সাময়িকী ভোগের এক নিবন্ধে সম্প্রতি বলেছেন, '২০১৮ সালে আমাদের দেখা হওয়ার পর ধীরে ধীরে আমরা ঘনিষ্ঠ বন্ধু হয়ে পড়ি। আমাদের মূল্যবোধে মিল ছিল। দুজনের সঙ্গও উপভোগ করছিলাম। সুখ-দুঃখের সময়গুলো পাশাপাশি দাঁড়িয়ে কাটিয়েছি। জীবনের ওঠা-নামায় আমরা দুজন দুজনের কথা শুনেছি।'

 

Link copied!