জানুয়ারি ২৩, ২০২৩, ১১:৫১ পিএম
আর্থিক জালিয়াতির অভিযোগে এফবিআইয়ের একজন প্রাক্তন শীর্ষ কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রতিদ্বন্দ্বী ব্যক্তির তদন্ত করার বিনিময়ে একজন ‘রাশিয়ান অলিগার্ক’-এর কাছ থেকে অর্থ নিয়েছিলেন তিনি। আটক হওয়া প্রাক্তন এফবিআই কর্মকর্তা চার্লস ম্যাকগনিগ্যাল প্রতিষ্ঠানটির কাউন্টার ইন্টেলিজেন্সের নিউইয়র্ক শাখার প্রধান ছিলেন।
শনিবার (২১ জানুয়ারি) মধ্যপ্রাচ্য থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে আসার পরই আটক করা হয় ৫৫ বছর বয়সী এই প্রাক্তন এফবিআই কর্মকর্তাকে।
এদিকে ফেডারেল প্রসিকিউটররা বলছেন, এফবিআইতে কর্মরত অবস্থায় তৎকালীন নিউইয়র্ক শাখার কাউন্টার ইন্টেলিজেন্সের প্রধান চার্লস রাশিয়ান অলিগার্কের সাথে কাজ করতে গিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছেন। এছাড়াও বিদেশি নাগরিক এবং বিদেশি গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে হাজার হাজার ডলার নিয়েছেন।
চার্লসের নামে ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগে লেখা হয়েছে, নিউইয়র্ক অফিসে দায়িত্ব পালন কালে চার্লস এক ব্যক্তির কাছ থেকে ২ লাখ ২৫ হাজার ডলার নিয়েছিলেন। যিনি আসলে ইউরোপে ব্যবসা করতে আগ্রহী ব্যবসায়ীর রূপে একজন বিদেশি গোয়েন্দা সংস্থার কর্মী ছিলেন।
নিউইয়র্কের ফেডারেল প্রসিকিউটরদের অভিযোগ, ২০১৮ সালে অবসরে যাওয়ার পর রাশিয়ান ধনকুবের অলিগ দেরিপাসকা, দেরিপাসকার সহযোগী সের্গেই শেস্তাকভ ও তৃতীয় এক ব্যক্তির কাছ থেকে অর্থ নিয়ে অন্য একজন ‘রাশিয়ান অলিগার্ক’-এর বিরুদ্ধে তদন্ত পরিচালনা করান যিনি দেরিপাসকার প্রতিদ্বন্দ্বী ছিলেন।
এফবিআইয়ের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ডোনাল্ড অ্যালওয়ে বলেন, ম্যাকগনিগ্যাল ব্যক্তিগত স্বার্থের জন্য জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন।
সূত্র: এনবিসি নিউজ