এপ্রিল ১১, ২০২৩, ০৪:০৩ এএম
আসছে ২০২৪ সালে মার্কিন যুক্তরাস্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন জো বাইডেন। এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও স্থানীয় সময় সোমবার একটি মার্কিন গণমাধ্যমের অনুষ্ঠানে আলাপচারিতার এক পর্যায়ে তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার পরিকল্পনার কথা জানান।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসির জনপ্রিয় ‘টুডে’ সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ৮০ বছর বয়সী জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার আগ্রহ প্রকাশ করেন।
এসময় বাইডেন বলেন, ‘আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছি। কিন্তু এখনো এ ঘোষণা দেওয়ার জন্য আমরা প্রস্তুত নই।’ আগামী নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও।”
এদিকে এনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে হোয়াইট হাউসের উপদেষ্টারা জো বাইডেনের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে রয়েছেন। একাধিক সূত্রের বরাতে এনবিসির প্রতিবেদনে বলা হয়, ‘নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে বাইডেনের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।’