ইউক্রেন ছাড়লো প্রথম শস্যবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১, ২০২২, ০৮:২৪ পিএম

ইউক্রেন ছাড়লো প্রথম শস্যবাহী জাহাজ

অবশেষে ইউক্রেনের ওডেসা বন্দর ছাড়লো শস্যবাহী প্রথম জাহাজ। রাশিয়ার হামলার পর সাগর পথে এত দিন ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ ছিল। সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

সিয়েরা লিওনের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘রজোনি’ লেবাননের উদ্দেশে ওডেসা বন্দর ছেড়েছে। সকালেই জাহাজটিকে ধীরে ধীরে ইউক্রেনের ওডেসা বন্দর থেকে বের হতে দেখা গেছে। জাতিসংঘ বিবৃতিতে জানিয়েছে, ২৬ হাজার টন ভুট্টা বহন করছে ‘রজোনি’ কার্গো জাহাজটি।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন জানান, যুদ্ধ শুরু হওয়ার পর শস্যবাহী প্রথম জাহাজ ইউক্রেনের বন্দর ছাড়তে পারে ১ আগস্ট।

বিশাল পণ্যবাহী জাহাজটি আগামী মঙ্গলবার (২ আগস্ট) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছাবে।

রাশিয়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বন্দরগুলোকে অবরোধ করে রেখেছে। এতে দীর্ঘসময় খাদ্য রফতানি প্রক্রিয়া বাধার সম্মুখীন হয়।

তবে গত সপ্তাহে জাতিসংঘের মধ্যস্থতায় তুরস্কে দেশ দুইটির মধ্যে চুক্তি সই হয়েছে, যাতে নিরাপদে শস্যবাহী জাহাজ ইউক্রেনের বন্দর ছাড়তে পারে।

Link copied!