ইউক্রেনে রুশ সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে ৮২ হাজার রিজার্ভ সেনা

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৯, ২০২২, ০৩:১৫ পিএম

ইউক্রেনে রুশ সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে ৮২ হাজার রিজার্ভ সেনা

ইউক্রেনে চলমান যুদ্ধে নিজেদের লক্ষ্য অর্জনে ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এ কথা জানান।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, রিজার্ভ সেনাদের ডেকে পাঠানোর কর্মসূচি শেষ হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ওই বৈঠকে পুতিনকে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “তিন লাখ সেনা সমাবেশের কাজ সম্পন্ন হয়েছে। নতুন কোনো পরিকল্পনা নেই।” 

প্রতিরক্ষামন্ত্রী সোইগু পুতিনকে আরও জানান, তিন লাখ রিজার্ভ সেনার মধ্যে ২ লাখ ১৮ হাজার প্রশিক্ষণ নিচ্ছেন এবং ৮২ হাজার সেনা ইউক্রেনে পাঠানো হয়েছে।

 

ইউক্রেনে যুদ্ধের জন্য ডেকে পাঠানো রিজার্ভ সেনাদের উদ্দেশ্যে পুতিন বলেন, ‘কর্তব্যের প্রতি তাঁদের আত্মত্যাগ, তাঁদের দেশপ্রেম, আমাদের দেশ রক্ষা, তাঁদের বাড়িঘর, তাঁদের পরিবার, দেশের নাগরিক ও আমাদের জনগণকে রক্ষা করার জন্য তাঁদের যে দৃঢ়সংকল্প এর জন্য আমি তাঁদেরকে ধন্যবাদ জানাতে চাই।”

Link copied!