ইউক্রেনের নাগরিকদের রুশ পাসপোর্ট দিতে পুতিনের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৭, ২০২২, ০৪:৩৩ এএম

ইউক্রেনের নাগরিকদের রুশ পাসপোর্ট দিতে পুতিনের নির্দেশ

দক্ষিণ ইউক্রেনের একাধিক শহর এখন রাশিয়ার দখলে। ঝাপারিজঝিয়া এবং খেরসাসের বাসিন্দাদের দ্রুত রাশিয়ার পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ইউক্রেন। পূর্ব এবং দক্ষিণ পূর্ব ইউক্রেনের একের পর এক অঞ্চল দখল করছে রুশ সৈন্যরা।

গত মে মাস থেকে কয়েকটি অঞ্চলে রাশিয়ার মুদ্রা রুবল চালু করা হয়েছে। ইন্টারনেটের সার্ভার রাশিয়া নিয়ন্ত্রণ করছে। এবার ওই সব অঞ্চলের বাসিন্দাদের ফাস্ট ট্র্যাকে পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। ইউক্রেন বলেছে, রাশিয়া যা করছে 'ভয়াবহ অপরাধ'।

দনেৎস্ক এবং লুহানস্কের নাগরিকদেরও পাসপোর্ট দেওয়া নির্দেশ দিয়েছে রাশিয়ার প্রশাসন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, রাশিয়ার এই পদক্ষেপ অপরাধমূলক। এভাবে ইউক্রেনের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে তারা হস্তক্ষেপ করতে পারে না। রাশিয়া অবশ্য এখনো পর্যন্ত ইউক্রেনের প্রতিক্রিয়ার কোনো জবাব দেয়নি। 

ওদিকে মস্কোর হাসপাতালে আহত রুশ সেনাদের দেখতে হাসপাতালে যান পুতিন। মস্কোর ওই হাসপাতালে সাদা কোট পরে আহত কয়েকজন সেনাদের সঙ্গে কথা বলেন রুশ প্রেসিডেন্ট। 

 

Link copied!