ইতালিতে করোনা শনাক্তে রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২২, ১০:২৮ এএম

ইতালিতে করোনা শনাক্তে রেকর্ড

ইতালিতে গতকাল মঙ্গলবার করোনা শনাক্তে রেকর্ড হয়েছে। এদিন দেশটিতে নতুন করে ১ লাখ ৭০ হাজার ৮৪৪ জনের করোনা শনাক্ত হয়। আগের দিন দেশটিতে ৬৮ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়। দ্য গার্ডিয়ান এসব তথ্য জানায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল ইতালিতে করোনায় ২৫৯ জন মারা যান। আগের দিন মারা গিয়েছিলেন ১৪০ জন।

২০২০ সালের ফেব্রুয়ারিতে ইতালিতে ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত দেশটিতে ৬৫ লাখ ৭০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। ইতালিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৫ জন।

Link copied!