ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৩, ২০২৩, ০৩:৩৩ এএম

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি আর নেই

ক্রনিক লিউকেমিয়ায় (একধরনের রক্তের ক্যানসার) ভুগে ৮৬ বছর বয়সে মৃত্যুকে বরণ করে নিলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। দেশটির রাজধানী মিলানে সান রাফায়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সোমবার (১২ জুন) ইতালির গণমাধ্যমের বরাতে এ প্রতিবেদন জানায় বার্তা সংস্থা রয়টার্স।

ইতালির বৃহত্তম গণমাধ্যম কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন বেরলুসকোনি। ১৯৯০ এর দশকে তিনি ইতালির রাজনীতিতে যোগ দিয়ে কিছুদিনের মধ্যেই অত্যন্ত প্রভাবশালী নেতায় পরিণত হন এবং পরে চারবার প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেন।

১৯৯৪ সালে প্রথমবার ইতালির প্রধানমন্ত্রী হন বেরলুসকোনি। এরপর ২০১১ সাল পর্যন্ত দেশটির চারটি সরকারের নেতৃত্ব দেন তিনি।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, বেরলুসকোনির মৃত্যুতে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে।

টুইটার পোস্টে তিনি লিখেছেন, ‘একটি যুগের অবসান ঘটেছে। বিদায় সিলভিও।’

১৯৩৬ সালে মিলানে জন্মগ্রহণ করা বেরলুসকোনি ভ্যাকুয়াম ক্লিনার বিক্রির মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে তিনি একটি আবাসন নির্মাতাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। পরবর্তী সময় কয়েকটি টিভি চ্যানেলেরও মালিক হন তিনি। এর মধ্য দিয়ে বেরলুসকোনি ইতালির শীর্ষস্থানীয় ধনীদের কাতারে নাম লেখান।

Link copied!