ইন্টারনেট বন্ধ, ভারতের মণিপুরে পত্রিকা প্রকাশ করল কুকিরা

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৭, ২০২৩, ০৮:৫৩ পিএম

ইন্টারনেট বন্ধ, ভারতের মণিপুরে পত্রিকা প্রকাশ করল কুকিরা

সংগৃহীত ছবি

ভারতের বিক্ষুব্ধ মণিপুর রাজ্যের প্রকৃত ঘটনা তুলে ধরতে একটি সংবাদপত্র প্রকাশ করল জনজাতি কুকিদের সব সংগঠনের যৌথ মঞ্চ ‘কুকি ইনপি’। গত কয়েক মাস ধরে উত্তর-পূর্বাঞ্চলের ওই বিজেপি শাসিত রাজ্যে ইন্টারনেট পরিষেবার উপর সরকারি নানা বিধিনিষেধ রয়েছে। এই পরিস্থিতিতে জাতিগত হিংসা সংক্রান্ত নানা গুজব রটেছে। এরেই পরিপ্রেক্ষিতে ‘প্রকৃত ঘটনা’ প্রকাশ্যে আনতেই সংবাদপত্র প্রকাশের এই উদ্যো নেওয়া হয়েছে বলে জানিয়েছে কুকি সংগঠনগুলোর যৌথ মঞ্চ।

অশান্তিময় পরিস্থিতেতে ‘কুকি ইনপি’র স্বেচ্ছাসেবকেরা পাহাড়ি এলাকার গ্রামে গ্রামে গিয়ে সংবাদপত্র বিলি করছেন। অনেক ক্ষেত্রেই কার্যত প্রাণের ঝুঁকি নিয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে বলা হয়, কঙ্গপোকপি জেলা থেকে কুকিদের ওই সংবাদপত্র প্রকাশিত হচ্ছে। মণিপুরে গত মঙ্গলবার (২৫ জুলাই) প্রায় আড়াই মাস পর ফিরেছে ইন্টারনেট পরিষেবা। তবে আংশিক। মণিপুর সরকারের জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, যাঁদের স্থায়ী ব্রডব্যান্ড সংযোগ রয়েছে, তারাই শুধু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। মোবাইলে এখনই ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে না।

মণিপুর সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, কোন কোন আইপি সংযোগ থেকে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে, তা পরিষেবা প্রদানকারী সংস্থাকে নজর রাখতে হবে। এর ব্যতিক্রম ঘটলে তার দায়ও বর্তাবে সংশ্লিষ্ট সংস্থার উপর। মণিপুর সরকার ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত যে নির্দেশিকা জারি করেছে তো হলো- ডেস্কটপ ছাড়া অন্য কোনও ডিভাইসে ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে না। সেই সঙ্গে জানানো হয়েছে, ব্যবহারকারীদের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) সফ্‌টঅয়্যার কম্পিউটার থেকে আনইনস্টল করে দিতে হবে। আপাতত নতুন করে তা ইনস্টলও করা যাবে না। কোনও কৌশলে যাতে ইন্টারনেটের অপব্যবহার না হয়, সে বিষয়েও সতর্ক এন বীরেন সিংহের সরকার। কিন্তু এই কড়াকড়ির জেরে প্রবল অসুবিধায় পড়েছেন মণিপুরবাসী। এরই পরিপ্রেক্ষিতে মণিপুরের প্রকৃত ঘটনা রাজ্যবাসীকে জানাতে পত্রিকা প্রকাশ করা হয়েছে।

Link copied!