ইমরান খানের স্ত্রীও করোনায় আক্রান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২১, ২০২১, ১২:৩৭ পিএম

ইমরান খানের স্ত্রীও করোনায় আক্রান্ত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২০ মার্চ)  পাক-প্রধানমন্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা যায়। তার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী জুলফিকার বুখারি এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

টুইটবার্তায় বুখারি বলেন, ‘আমাদের ফার্স্ট লেডি করোনায় আক্রান্ত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডির দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ তাদের আরোগ্য দান করুন।’

পরে পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য ফয়সার জাভেদ দেশটির পত্রিকা ডনকে এর সত্যতা নিশ্চিত করেন। এক প্রতিবেদনে ডন জানিয়েছে, একই দিন আক্রান্ত হয়েছেন ইমরান খান ও বুশরা বিবি।

গত বৃহস্পতিবার (১৮ মার্চ) করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ইমরান খান। তার ২ দিন পরই গতকাল শনিবার (২০ মার্চ) করোনা পজিটিভ রিপোর্ট আসে পাকিস্তান প্রধানমন্ত্রীর।

এ খবর ছড়িয়ে পড়লে টুইটার, ফেইসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের বন্যা বয়ে যায়। ইতোমধ্যে দেশটিতে টুইটার হ্যাশট্যাগে ইমরান খান ট্রেন্ডে পরিণত হয়েছে।

টিকা নেওয়ার মাত্র ২ দিনের মাথায় ইমরান খান করোনায় আক্রান্ত হওয়ায় টিকার কার্যকারিতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। দক্ষিণ এশিয়ায় করোনায় আক্রান্তের দিক থেকে বেশ খারাপ অবস্থায় রয়েছে পাকিস্তান। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেলেও দেশটি এখন পর্যন্ত কোনও ওষুধপ্রস্তুতকারকের কাছ থেকে ভ্যাকসিন কেনার চুক্তিতে পৌঁছাতে পারেনি। বিশ্বের দারিদ্র দেশগুলোতে ভ্যাকসিন পৌঁছে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেওয়া উদ্যোগ গ্যাভি-কোভ্যাক্সের ওপর নির্ভর করছে ইসলামাবাদ।

সূত্র: ডন

 

 

 

Link copied!