ইরাকে করোনা হাসপাতালে আগুন, নিহত ২৭

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২১, ০৩:৩৭ পিএম

ইরাকে  করোনা  হাসপাতালে আগুন, নিহত ২৭

ইরাকের রাজধানী বাগদাদের করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি  হাসপাতালে আগুন লেগে অন্তত ২৭ জন নিহত ও কমপক্ষে ৪৬ জন আহত হয়েছেন। শনিবার (২৪ এপ্রিল) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত  ইবনে খতিব হাসপাতালে এ দূর্ঘটনা ঘটেছে।

ইরাকের সিভিল ডিফেন্সের প্রধান মেজর জেনারেল কাদিম বোহান রাষ্ট্রীয় গণমাধ্যম আইএনএ তে জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে হাসপাতালের আইসিইউতে থাকা অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। হাসপাতালটিতে কোনও অগ্নিনির্বাপক কোনও সুরক্ষার ব্যবস্থা ছিল না এবং বাতাস যাতায়াতের কোনও পথ না থাকায় আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পরে।

তিনি আরো জানান, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১২০ জন রোগীর মধ্যে ৯০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আহতদের অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি জানান, হাসপাতালটির আইসিইউতে  ৩০ জন করোনা রোগী ছিল আর বাইরে রোগীদের সাথে আসা স্বজনেরা ছিলেন।

কয়েক দশকের যুদ্ধ,নিষেধাজ্ঞা এবং অবরোধের কারনে এমনিতেই ইরানের স্বাস্থ্য ব্যবস্থা ধসে পরেছে। বৈশ্বিক করোনা মহামারির কারণে এর অবস্থা আরও ভয়াবহ রূপ নিয়েছে।

জেনারেল কাদিম বোহান জানান,. অধিকাংশ করেনা রোগী ভেন্টিলেশনে থাকায় স্থান ত্যাগ করতে না পেরে মারা গেছেন। আর অন্যান্যরা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এই ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী ইতোমধ্যে দূর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্বাস্থ্যমন্ত্রীন পদত্যাগের দাবীতে দেশব্যাপী নাগরিকেরা সরব হয়েছেন।

সূত্র: আলজাজিরা।

Link copied!