ফেব্রুয়ারি ৬, ২০২২, ১২:০৯ পিএম
ইরানের বেসামরিক পরমাণু প্রকল্পে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারই উত্তরসূরি জো বাইডেন।
শিগগিরিই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি পুনরুজ্জীবনে ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা যখন চূড়ান্ত র্পযায়ে ,তখনই ওয়াশিংটন নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ সিদ্ধান্ত নিয়েছে।এ সিদ্ধান্তের ফলে রাশিয়া, চীন ও ইউরোপের কোম্পানীগুলো বেসামরিক পরমাণু প্রকল্পে কাজ করতে পারবে, যার ফলে পরমাণু স্থাপনাগুলোকে অস্ত্র নির্মাণে ব্যবহার করা তেহরানের পক্ষে কষ্টসাধ্য হবে বলে বিশেষজ্ঞদের ধারণা।