ইলন মাস্কের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২২, ২০২২, ০৮:২৯ এএম

ইলন মাস্কের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির সাবেক দুই কর্মী। তাঁদের অভিযোগ, আগে থেকে না জানিয়ে গণহারে কর্মীদের অব্যাহতি দিয়ে ফেডারেল আইন লঙ্ঘন করেছে টেসলা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রবিবার (১৯ জুন) টেক্সাসের আদালতে মামলা করেন তাঁরা। বাদীরা জানান, নেভাদায় গিগাফ্যাক্টরি থেকে জুনে তাদেরকে চাকরিচ্যুত করা হয়।

বাদীদের ভাষ্য, নেভাদা অঙ্গরাজ্যের স্পার্কস শহরে টেসলার গিগাফ্যাক্টরিতে তাঁরা কাজ করতেন। গত জুনে তাঁদের অপসারণ করা হয়। মামলার নথি অনুযায়ী, নেভাদায় টেসলার ওই কারখানার পাঁচ শতাধিক কর্মীকে সম্প্রতি বরখাস্ত করা হয়েছে।

ফেডারেল আইন অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান তার কর্মীদের এভাবে চাকরিচ্যুত করতে চাইলে অন্তত ৬০ দিন আগে বিষয়টি তাঁদের জানাতে হবে। টেসলা সেটা না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছেন তাঁরা।

কর্মীদের অভিযোগ, গণহারে কর্মীদের অব্যাহতি দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন মানেনি টেসলা।

এদিকে, ঠিক কতজনকে ছাঁটাই করা হয়েছে সে বিষয়ে এখনও মুখ খোলেনি টেসলা। মামলা নিয়েও প্রতিক্রিয়া জানানোর অনুরোধেও প্রতিষ্ঠানটি কোনো সাড়া দেয়নি।

Link copied!