ইলন মাস্কের বিচার শুরু অক্টোবরে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২০, ২০২২, ০২:১৮ পিএম

ইলন মাস্কের বিচার শুরু অক্টোবরে

টুইটারের করা মামলায় আগামী অক্টোবর থেকে ইলন মাস্কের বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন বিচারক। বিচার প্রক্রিয়া পেছানোর জন্য মাস্কের আবেদন প্রত্যাখ্যান করে স্থানীয় সময় মঙ্গলবার এ আদেশ দেয়া হয়। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিচার শুরুর এ নির্দেশ ধনকুবের মাস্কের জন্য বড় একটি ধাক্কা। কারণ, তিনি বিচারপ্রক্রিয়া পেছানোর জন্য তদবির করছিলেন।

গত এপ্রিলে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার ঘোষণা দেন ইলন মাস্ক। স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি টুইটার- এমন দাবি করে ৮ জুলাই চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। এরপর মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মামলা করে টুইটার।

মামলার অভিযোগে বলা হয়, ইলন মাস্ক টুইটারের সঙ্গে ‘ইচ্ছা মতো’ আচরণ করেছে। তার ধারণা, চাইলেই যখন-তখন যে কোনো কোনো চুক্তি বাতিল করা যায়। শেয়ারহোল্ডারদের নিয়ে ছিনিমিনি খেলা যায়, কোম্পানির স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটানো যায় ও রাতারাতি কথা বদলে চুক্তি বাতিল করা যায়। মাস্কের এ ধরনের আচরণ ন্যায়সংগত না হওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Link copied!