ফেব্রুয়ারি ২২, ২০২৩, ১০:০৪ পিএম
ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, সংঘর্ষে ৮২জন গুলিবিদ্ধসহ শতাধিক আহত হয়েছেন।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হোসাম ইসলাম নামে এক ফিলিস্তিনি যোদ্ধাকে গ্রেপ্তারে ইসরায়েলের বিশেষ বাহিনী নাবলুস শহরে অভিযান শুরু করলে ফিলিস্তিনিদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ডজনখানেক সামরিক যান নিয়ে নাবলুসে হোসামের বাড়ি ঘিরে ফেলে তারা। এ সময় ইসরায়েলি বাহিনী শহরের প্রবেশপথ বন্ধ করে দেয়। এ সময় পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
‘সিংহের গুহা’ নামের একটি ফিলিস্তিনি সংগঠন আলজাজিরাকে জানায়, তারা অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এ ছাড়া বালাতা ব্রিগ্রেডস নামের আরেকটি ফিলিস্তিনি সংগঠনের সদস্যরাও এ সময় মারামারিতে জড়ান। ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ, গোলাগুলিতে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হন। হতাহতদের মধ্যে ফিলিস্তিনি তরুণ যোদ্ধাদের পাশাপাশি সাধারণ পথচারীও রয়েছেন।