ইসরায়েলি হামলায় ধ্বংসস্তুপে গাজা, নিহত বেড়ে ২২০

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৯, ২০২১, ০৪:৩৩ পিএম

ইসরায়েলি হামলায় ধ্বংসস্তুপে গাজা, নিহত বেড়ে ২২০

গত ১০ মে থেকে অধিকৃত গাজায় ইসরায়েল সেনাবাহিনীর অব্যাহত বিমান হামলা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনসহ (ওআইসি) বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিক সংগঠন ও জাতিসংঘের অনুরোধ উপেক্ষা করে বিমান হামলা আরও জোরদার করেছে দেশটি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (১৮ মে) রাতভর ইসরায়েলি বাহিনী  গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, মঙ্গলবার (১৮ মে) রাতে দক্ষিণাঞ্চলের খান ইউনিস এবং রাফাহ শহরে ৬০টি বিমান হামলা চালায় দখলদার বাহিনী। স্থানীয় সময় বুধবার (১৯ মে) সকালেও বিমান হামলায় ৩ ফিলিস্তিনি মারা গেছেন। অপরদিকে ইসরায়েলকে লক্ষ্য করে অসংখ্য রকেট ছুঁড়েছে ফিলিস্তিন। 

ইসরায়েলি সেনাবাহিনীর দফায় দফায় চালানো বিমান হামলায় গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপের নগরীতে পরিণত হয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, এ হামলায় একজন ফিলিস্তিনি নারীসহ ৩জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮ জন।

আল-জাজিরার খবরে আরও বলা হয়, গত ১০ মে থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে বুধবার (১৯ মে) সকাল পর্যন্ত প্রাণ হারিয়েছে ২২০ জন ফিলিস্তিনি। এর মধ্যে শিশুর সংখ্যা ৬৫ জন। হামলায় এ পর্যন্ত আহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে।

বিমান হামলার জবাবে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হামাস রকেট ছোড়ে। ছবি: আলজাজিরা

ইসরায়েলি হামলার জবাবে হামাস যোদ্ধারাও ইসরায়েলের বিভিন্ন শহর ও বসতি লক্ষ্য করে শতাধিক রকেট ছুড়েছে। হামাসের ছোড়া রকেটে ইসরায়েলে ২ শিশুসহ ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০০ জন। তবে ইসরায়েল সরকার হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি।

এদিকে, আলজাজিরার খবরে বলা হয় হামাস যোদ্ধাদের গোপন সুড়ঙ্গ লক্ষ্য করে হামলা চালানোর কথা বলা হলেও এতে আন্তর্জাতিক উদ্ধারকারী সংস্থা রেড ক্রিসেন্টের কার্যালয়ও ধ্বংস হয়ে গেছে।স্যাটেলাইটে ধারণকৃত ছবিতেও উঠে আসছে ইসরায়েলি আগ্রাসনের চরম ভয়াবহতার চিত্র।

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে প্রতিদিনেই মৃত্যুমিছিলে যোগ হচ্ছে নতুন মৃতদেহ। হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন প্রায় দেড় হাজার নিরীহ ফিলিস্তিনি। এর মধ্যে রয়েছে নিষ্পাপ ৩ শতাধিক শিশু।

বিমান হামলা থেকে বাঁচতে ছুটছে পশ্চিম তীরের বাসিন্দারা। ছবি: আলজাজিরা

জাতিসংঘ পরিচালিত বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আশ্রয় নিলেও সেখানেও হামলা চালাচ্ছে ইসরায়েল সেনারা।

গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় সহিংসতা ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনের পশ্চিম তীর ও জেরুজালেমে। সেখানে ইসরাইল সেনাবাহিনী ও ফিলিস্তিনের মধ্যে  থেমে থেমে সংঘর্ষ চলছে। ইসরায়েল সেনাবাহিনী ফিলিস্তিনিদের ওপর গুলি বর্ষন করছে। ফিলিস্তিনিরাও ইট ও পাথরের টুকরা  নিক্ষেপ করে জবাব দিচেছ।  

ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত এক ফিলিস্তিনিকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ছবি: আলজাজিরা

গাজা উপত্যকার পাশাপাশি এবার লেবাননেও আগ্রাসন শুরু করেছে ইসরায়েল বাহিনী। লেবানন থেকে রকেট হামলার অভিযোগে দেশটির দক্ষিণ সীমান্তে ২২টি রকেট শেল নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের উত্তাপ ছড়িয়েছে জর্ডান সীমান্তেও।

আলজাজিরার খবরে বলা হয়,ইসরায়েল-ফিলিস্তিন চলমান উত্তেজনায় ইসরায়েলের ইহুদি বসতি লক্ষ্য করে লেবানন থেকে ফের ছয়টি রকেট নিক্ষেপ করা হয়েছে । তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৮ মে) ইসরায়েলি সামরিক বাহিনী এই টুইট বার্তায় বলেছে, ‘লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ৬টি রকেট নিক্ষেপ করা হয়েছিল। তবে সবগুলো ধ্বংস করা হয়েছে। রকেটগুলো লেবানন সীমান্ত অতিক্রম করতে পারেনি। আর্টিলারি দিয়ে সেগুলো ভূপাতিত করা হয়েছে।’

Link copied!