উত্তর কোরিয়াকে উসকানি বন্ধ করতে বললেন জাতিসংঘ প্রধান

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৯, ২০২২, ১১:৪৫ এএম

উত্তর কোরিয়াকে উসকানি বন্ধ করতে বললেন জাতিসংঘ প্রধান

উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কঠোর নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে পিয়ংইয়ংকে যে কোনো ধরনের ‘উসকানিমূলক পদক্ষেপ’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

মহাসচিব গুতেরেসের মুখপাত্র ফারহান হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুতেরেস যেকোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে উত্তর কোরিয়ার প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।

এদিকে, উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রতিক্রিয়ায় জাপান সাগরের আকাশসীমায় যৌথ সামরিক মহড়া শুরু করেছে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র।

Link copied!