এক তরুণীকে খুন নিয়ে আরব বিশ্বে সমালোচনার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৬, ২০২২, ০৪:৫২ পিএম

এক তরুণীকে খুন নিয়ে আরব বিশ্বে সমালোচনার ঝড়

মিশরে ২১ বছর বয়সী নায়রা আশরাফ নামের এক তরুণীর হত্যাকাণ্ডের ঘটনা আরব বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে নারীর নিরাপত্তা নিয়ে। মিশরের আইনজীবী ও দেশটির সেন্টার ফর  ইজিপশিয়ান উইমেন এন্ড লিগ্যাল এসিসটেন্টের সভানেত্রী আজজা সুলাইমান বলেছেন, “আমাদের এমন একটি আইন দরকার, যেখানে সহিংতার বিচার হয়।”

নিহত ওই তরুণীর বাবা আশরাফ আব্দেলকাদের সিএনএনকে বলেন, “ওই যুবক বেশ কয়েকবার নায়রাকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে নাকি নায়রার ফলোয়ারও বাড়িয়েছে সে। এসব ঘটনার পর ওই যুবকের বিরুদ্ধে অভিযোগও দাখিল করা হয়েছে।” তিনি বলেন,

‘‘নায়রা তাকে বিয়ে করতে চায়নি, সে তার ক্যারিয়ার গড়তে চেয়েছিলো; বিমানবালা হওয়ার স্বপ্ন ছিলো নায়রার।”   

গণমাধ্যমগুলো বলছে, মূলত প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় মিশরের উত্তরাঞ্চলীয় মানসুরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নায়রাকে ক্যাম্পাস প্রাঙ্গণেই গত সোমবার হত্যা করে ওই প্রত্যাখিত যুবক। এ সংক্রান্ত একটি ভিডিও এরইমধ্যে ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

এ নিয়ে ম্যাবরুক আট্টেয়া নামে টেলিভিশনের একজন বিতর্কিত উপস্থাপকের একটি মন্তব্য নিয়ে সমালোচনা চলছে। তিনি বলেছেন,

“ নারীদের এজন্য বোরকা পরা উচিত, যেন পুরুষরা তাদের হত্যা না করে।”

মিশরের প্রসিকিউশন জানিয়েছে, গ্রেফতার ওই যুবককে অপরাধ আদালতে পাঠানো হয়েছে। পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগে আদালতে তার বিচার হবে। আজ (২৬ জুন) রবিবার এ সংক্রান্ত প্রথম শুনানী হওয়ার কথা রয়েছে।     

Link copied!