ওমিক্রন প্রতিরোধে ভ্যাকসিন তৈরির অনুমতি পেল সেরাম

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২২, ১২:৪৭ এএম

ওমিক্রন প্রতিরোধে ভ্যাকসিন তৈরির অনুমতি পেল সেরাম

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে ভ্যাকসিন তৈরির বিষয়ে সেরাম ইনস্টিটিউটের প্রস্তাবে সম্মতি দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল। দেশটির সংশ্লিষ্ট দাপ্তরিক সূত্র সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।

এ অনুমতির আওতায় দ্রুত বিস্তার ঘটানো ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ে নতুন ভ্যাকসিনের পরীক্ষা ও তথ্য বিশ্লেষণ করতে পারবে সেরাম।

সেরাম গত ৪ ফেব্রুয়ারি এ অনুমোদন পেয়েছে। নভোভ্যাক্সের সহযোগিতায় সেরাম বিষয়টি নিয়ে কাজ করছে এবং গত ৬ জানুয়ারি তারা ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছে এর অনুমতি চেয়ে আবেদন করে।

ওমিক্রনের কারণে ভারতে করোনার তৃতীয় ঢেউ শুরু হলেও, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন শনাক্তের সংখ্যা লাখের নিচে নেমে যাওয়ায় ভাইরাসের বিস্তার কমে আসছে বলে ধারণা করা হচ্ছে।

Link copied!