করোনার নতুন ধরন ওমিক্রন এবার জাপানে শনাক্ত হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা দেয় দেশটি।
দেশটির প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমরা সব বিদেশি নাগরিকের জন্য ৩০ নভেম্বর থেকে প্রবেশে নিষেধাজ্ঞা আনতে যাচ্ছি।”
দেশটির সরকারের বিভিন্ন সূত্রে জানা গেছে, ব্যবসায়ী, বিদেশি শিক্ষার্থীরাও থাকছেন এর আওতায়।
গত ৮ নভেম্বর জাপান বিদেশি শিক্ষার্থী ও টেকনিক্যাল ইন্টার্নদের প্রবেশের অনুমতি দিয়েছিল। তাদের ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ছিল, তবে টিকা নেওয়াদের ক্ষেত্রে তা ছিল ১০ দিন।