কঙ্গো নদীতে স্থানীয় সময় মঙ্গলবার রাতে ৭০০ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অন্ততশতাধিক যাত্রী, প্রায় ৩০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
গণপ্রজাতান্ত্রিক কঙ্গো সরকারের মানবিক বিষয় সম্পর্কিত মন্ত্রী স্টিভ এমবিকাযি গণমাধ্যমকে জানান, মাই এনডোম্বে প্রদেশে ডুবে যাওয়া নৌকাটি রোববার রাতে কিনশাসা থেকে এমবান্ডাকার দিকে রওয়ানা হয়েছিল। ঝুঁকিপূর্ণ নৌকা ব্যবহার করা, অতিরিক্ত যাত্রী ও মালামাল তোলা এবং রাতের বেলা নৌকা চালনাও এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন মন্ত্রী। স্টিভ এমবিকাযি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অনিরাপদ ব্যবস্থা ও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে কঙ্গোর নদীপথে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। যাত্রাপথে অধিকাংশ যাত্রীই লাইফ জ্যাকেট ব্যবহার করেনা।
তথ্যসূত্র: আলজাজিরা