বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউয়ের প্রভাবে ইউরোপজুড়ে বাড়ছে মৃত্যু। ইউরোপের বিভিন্ন দেশ ইতোমধ্যে ধাপে ধাপে লকডাউন শুরু করেছে। এরই মধ্যে জানা যায়, ফ্লোরিডার পাম বিচে অবস্থিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মার-এ-লাগো’ ক্লাবের কিছু কর্মীর করোনা সংক্রমিত হওয়ায়, ক্লাবটি সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে।
মার-এ-লাগো ক্লাবের এক কর্মকর্তা এই সংবাদটির সত্যতা নিশ্চিত করে বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ করা হয়েছে। ক্লাবের সকল কর্মীদের কাছে ই-মেইল পাঠিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের বাড়িতে থাকতে বলা হয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর ওয়াশিংটন ছাড়ার পরে মার-এ-লাগোতে চলে এসেছিলেন ট্রাম্প। এরপর এখানেই বেশ কয়েক সপ্তাহ এখানে কাটান তিনি। এখানে বসেই ট্রাম্প ২০২৪ সালে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
জানুয়ারিতে, পাম বিচের নিরাপত্তা কর্তৃপক্ষ মার-এ-লাগোতে নিউ ইয়ারের পার্টি আয়োজনের কারণে মার-এ-লাগোর পরিচালনকে সতর্ক করেছিল। সতর্কতায় বিশেষ করে ক্লাবের কর্মচারী ও কর্মকর্তাদের মাস্ক পড়তে বলা হয়।
ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র অনলাইনে পোস্ট করা ওই পার্টির ভিডিওতে দেখা যায় যে, ৫০০ অতিথির মধ্যে কয়েকজন শুধূ মাস্ক পরেছিলেন। বিচ বয়েজের সহ-প্রতিষ্ঠাতা মাইক লাভ এবং গায়ক টেলর ডেইন ওই পার্টিতে গান পরিবেশন করেছিলেন।
ভবিষ্যতে এ ধরণের নিরাপত্তা বিধি করলে পনের হাজার মার্কিন ডলার জরিমানা করা হবে বলেও ক্লাবকে জানানো হয়েছিল। এরপরও ক্লাব এ বিষয়ে কোনও সচেতনতা অবলম্বন করেনি।
সূত্র: ডেইলি মেইল।