নিজের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসলেও ঘনিষ্টরা আক্রান্ত হওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আইসোলেশনে চলে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রুশ প্রেসিডেন্ট পুতিনের শারীরিক অবস্থা পুরোপুরি সুস্থ রয়েছে। আইসোলেশনে থাকা অবস্থায় তিনি স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করা হবে বলেও তিনি জানান। তবে পেসকভ জানাননি ঠিক কতদিন আইসোলেশনে থাকছেন রুশ প্রেসিডেন্ট।
এনবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের এপ্রিল মাসে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের ডোজ সম্পন্ন করেছেন পুতিন। তিনি রুশ ভ্যাকসিন স্পুটনিক-ভি নিয়েছেন। তারপরেও কোভিড সনাক্ত হওয়া একাধিক ঘনিষ্ট কর্মকর্তার সংস্পর্শে আসার পর নিজেই আইসোলেশনে চলে গেছেন তিনি।
পুতিনের ঘনিষ্টরা করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন জানালেও তাদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে তার আশেপাশের একাধিক মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে।
গত সোমবারও বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন পুতিন। সাক্ষাত করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গেও। রুশ সংবাদ সংস্থা আরআইএ-কে পুতিন বলেন, আমার আশেপাশের অনেকেরই কোভিড সনাক্ত হয়েছে। এখানে কি হচ্ছে তার দিকে আমাদের চোখ রাখতে হবে। আমি নিজেও কোয়ারেন্টিনে চলে যাচ্ছি। আমার আশেপাশে অনেকেই অসুস্থ।
চিকিৎসকদের পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম শেষ হওয়ার পরেই কোয়ারেন্টিনের সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। সোমবারের অনুষ্ঠানে কারো জীবন বিপন্ন করা হয়নি বলেও দাবি করেন ক্রেমলিন মুখপাত্র পেসকভ।