কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সাবেক গেরিলা ও বামপন্থি নেতা গুস্তাভো পেত্রো। রবিবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ক্ষমতাসীন প্রার্থী রোডলোফো হার্নান্দেজকে হারিয়ে জয়ী হয়েছেন বোগোটার সাবেক মেয়র ও একসময়ের বিদ্রোহী নেতা গুস্তাভো পেত্রো।
৬২ বছর বয়সী এই সিনেটর ৫০ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাসন ব্যবসায়ী ধনকুবের রোদোলফো হার্নান্দেজের চেয়ে ৭ লাখ ভোট বেশি পেয়েছেন রাজধানী বাগোতার সাবেক এই মেয়র।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ার ইতিহাসে প্রথম বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নির্বাচিত হয়ে বলেন, ‘এই বিজয় স্রষ্টার জন্য, এই বিজয় জনগণের জন্য।’
এ ফলাফল দেশটির জন্য একটি বড় পরিবর্তনকে চিহ্নিত করে। গত কয়েক দশক ধরে মধ্যপন্থী এবং রক্ষণশীলদের দ্বারা দেশটি পরিচালিত হয়ে এসেছে। তাদের পরিচালনায় ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয় জনগণের মাঝে। গত বছর সরকার বিরোধী বিক্ষোভে অনেক লোক প্রাণও হারিয়েছিল।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় পরাজয় মেনে নিয়েছেন রোদোলফো হার্নান্দেজ।
হার্নান্দেজ বলেন, ‘কলম্বিয়ার নাগরিকরা আমাকে ছাড়া অন্য একজনকে বেছে নিয়েছেন, তবুও আমি ফল মেনে নিয়েছি। আমি বিশ্বাস করি, গুস্তাভো পেত্রো ভালো জানেন কীভাবে দেশ পরিচালনা করতে হয়। দুর্নীতির বিরুদ্ধে তার আপসহীন সংগ্রাম সম্পর্কে আমার বিশ্বাস রয়েছে।’