কলম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১০

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩০, ২০২১, ০৬:০৩ পিএম

কলম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১০

কলম্বিয়ায় চলমান সরকারবিরোধী বিক্ষোভে ১০ জন নিহত ও অনেকে আহত হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

শনিবার (২৯ মে) দেশটির ক্যালি শহরে বিক্ষোভকারদের সঙ্গে সেনাবাহিনীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটিতে প্রায় দুই মাস ধরে শান্তিপূর্ণভাবে সরকারবিরোধী বিক্ষোভ চললেও অবশেষে তা সহিংসতায় রূপ নিয়েছে ।

 

বিক্ষোভ দমন করতে শুক্রবার ক্যালিতে সেনাবাহিনী মোতায়েন করেন দেশটির প্রেসিডেন্ট ইভান ডিউক। এ সময় বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে ১০ জন মারা যান। ৮ জনের শরীরে লেগেছে একাধিক গুলি।

ক্যালির একজন আইনজীবি জানান, ছুটিতে থাকা এক পুলিশ কর্মকর্তা আন্দোলনে গুলি চালান। এতে একজন বেসামরিক লোক নিহত হন। পরে বিক্ষোভকারীদের সাথে ওই কর্মকর্তার সংঘর্ষ ঘটে।

আন্দোলনের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। যার মধ্যে একটি ভিডিওতে দেখা যায়, রক্তের মধ্যে শুয়ে এক ব্যক্তি আন্দোলনের পক্ষে সর্মথন জানাচ্ছেন।

সূত্র:  হিন্দুস্থান টাইমস।

Link copied!