কলম্বিয়ায় সশস্ত্র সংঘাতে নিহত অন্তত ২৩

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২২, ১২:৪৪ পিএম

কলম্বিয়ায় সশস্ত্র সংঘাতে নিহত অন্তত ২৩

কলম্বিয়ার আরাউকা প্রদেশে দু’টি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের মধ্যে লড়াইয়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানো একথা জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সেরর প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার সীমান্তবর্তী আরাউকায় রবিবার বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সদস্যদের সঙ্গে অপর বিদ্রোহী গোষ্ঠী রেভলুশ্যনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (এফএআরসি) ভিন্নমতাবলম্বীদের লড়াই শুরু হয়। এফএআরসির এই অংশটি ২০১৬ সালে হওয়া একটি শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছিল।

রবিবার রাতে এক বিবৃতিতে কলম্বিয়ার সেনাবাহিনী জানিয়েছে, মাদক পাচারের মতো অবৈধ অর্থনীতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে গোষ্ঠী দু’টির মধ্যে লড়াই শুরু হয়েছে।

Link copied!