 
						
                            
                                                        কানাডার পার্লামেন্টে সম্প্রতি নতুন একটি অনলাইন সংবাদ বিল পাস হয়েছে। কানাডার গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই দুই প্ল্যাটফর্মে সংবাদ শেয়ার করতে পারবেন না।
বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে কানাডার সংসদে পাস হয়েছে ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ নামে নতুন আইন, যা ছয় সপ্তাহের মধ্যে কার্যকর হবে। তখন গুগল, ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটাকে আয়ের ভাগ দিতে হবে।
তবে সংবাদের জন্য আয়ের ভাগ দিতে মোটেই রাজি নয় বিশ্বের অন্যতম শীর্ষ এই ডিজিটাল কোম্পানি। আর তাই কানাডার ভেতরে সেই দেশের খবর নিজের প্ল্যাটফর্মে আর প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে গুগল।
এর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়া একই রকম আইন করেছিল।
কানাডার সংবাদমাধ্যমগুলোর উপর্যুপরি অভিযোগের পর দেশটি এই আইন করার উদ্যোগ নেয়। সংবাদমাধ্যমগুলোর দাবি, তাদের কন্টেন্ট ব্যবহার করে সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবসা করছে, অথচ সংবাদ তৈরি করছে যারা তারা কোনোভাবে লাভবান হতে পারছে না।
মেটা জানিয়েছে, ‘আজ আমরা নিশ্চিত করছি যে, যেদিন থেকে অনলাইন নিউজ অ্যাক্ট কানাডায় কার্যকর হবে, ফেসবুক ও ইনস্টাগ্রামে সেদিন থেকে সংবাদ দেখা যাবে না।’
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    