কানাডায় যারা করোনাভাইরাসের টিকা নেননি, তাদের চাপে ফেলতে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশটির কুইবেক প্রদেশে যারা টিকা নেননি, তাদের ওপর স্বাস্থ্যবিষয়ক কর আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, কানাডার কুইবেক প্রদেশে করোনাভাইরাসের সংক্রমণে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। এরপর সম্প্রতি করোনার সংক্রমণ বেড়েছে সেখানে। এ কারণে প্রদেশটির স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে।
গতকাল মঙ্গলবার কুইবেকের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, যারা টিকা নেননি, তাদের অর্থ গুনতে হবে। এই প্রথম কোনো দেশে করোনা টিকা না নেওয়া ব্যক্তিদের আর্থিক সাজার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হলো।
কুইবেক প্রদেশের সরকারের হিসাব অনুযায়ী, সেখানে ১২ দশমিক ৮ শতাংশ মানুষ এখনো টিকা নেননি। কিন্তু হাসপাতালে যারা ভর্তি হয়েছেন, তাদের অর্ধেকই এই টিকা না–নেওয়া ব্যক্তি।