কাবুল বিমানবন্দরে আবারো হামলার আশঙ্কা, সরিয়ে নেওয়ার কাজ চলবেই

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৮, ২০২১, ০৬:৩৯ পিএম

কাবুল বিমানবন্দরে আবারো হামলার আশঙ্কা, সরিয়ে নেওয়ার কাজ চলবেই

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার তথ্য পেয়েছে মার্কিন গোয়েন্দারা। পেন্টাগন। একারণে তারা মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দরের গেট এবং আশেপাশের এলাগুলো ত্যাগ করার নির্দেশ দিয়েছে। এদিকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভয়াবহ জোড়া হামলায় নিহতের সংখ্যা ১৮০ ছাড়িয়েছে।

আত্মঘাতী বোমা হামলার পর কাবুল থেকে আফগানদের সরিয়ে নিতে আবারও চালু হয়েছে বিমান চলাচল। বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুল বিমানবন্দরে ভয়াবহ ওই বিস্ফোরণে ফলে শরণার্থীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ব্যাহত হয় । নিরাপত্তার স্বার্থে বর্তমানে কাবুল বিমানবন্দরের সব গেট ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্র পুরো বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। কাবুল বিমানবন্দর মার্কিন সেনারা দেখভাল করছে। আফগানদের নিরাপদে বিমানবন্দরে পৌঁছানোর জন্য ও শরণার্থীদের নিরাপদে সরিয়ে নিতে শেষ মুহূর্ত পর্যন্ত যুক্তরাষ্ট্র কাজ করে যাবে।

এদিকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) আফগানিস্তানে ২০১১ সালের পর এক দিনে সর্বোচ্চ সংখ্যক মার্কিন সেনা হতাহত হয়েছে। বিমানবন্দর এলাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, এখন পর্যন্ত ২ সপ্তাহে ১ লাখেরও বেশি মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

 

Link copied!