কোরআন বুকে নিয়ে পুতিন বললেন, এই গ্রন্থের অবমাননা শাস্তিযোগ্য অপরাধ

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৩০, ২০২৩, ১১:৫৩ পিএম

কোরআন বুকে নিয়ে পুতিন বললেন, এই গ্রন্থের অবমাননা শাস্তিযোগ্য অপরাধ

দাগেস্তান সফরে গেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কোরআনের একটি অনুলিপি উপহার দেওয়া হয়। ছবি: টুইটার

বিশ্বের কিছু দেশে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন অবমাননা অপরাধ হিসেবে দেখা না হলেও রাশিয়ায় এটি অপরাধ। এটি রাশিয়ায় সংবিধান এবং দণ্ডবিধি উভয় দিক থেকেই একটি শাস্তিযোগ্য অপরাধ। দাগেস্তান সফরে গিয়ে গত বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেন। এদিন কোরআনের একটি অনুলিপি পুতিনকে উপহার দেওয়া হয়। এ সময় তিনি কোরআন বুকে নিয়ে ওই মন্তব্য করেন। প্রসঙ্গত, সম্প্রতি সুইডেনে কোরআন অবমাননার ঘটনা ঘটে।

রুশ ফেডারেশনের স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র হল দাগেস্তান। প্রজাতন্তের ডারবেন্ট এলাকা সফরের সময় পুতিন কোরআন অবমাননা বিষয়ে নানা কথা বলেন। সেখানে তিনি ডারবেন্টের ঐতিহাসিক মসজিদও পরিদর্শন করেন এবং আঞ্চলিক মুসলিম প্রতিনিধিদের সাথে দেখা করেন। এ সময় তাকে কোরআনের একটি অনুলিপি উপহার দেওয়া হয়।

উপহারের জন্য মুসলিম নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘কোরআন মুসলমানদের জন্য পবিত্র একটি গ্রন্থ। অন্যদেরও এটিকে পবিত্র হিসেবে মেনে চলা উচিত। আমরা সর্বদা এই নিয়মগুলো মেনে চলি।’

এ সময় তিনি সুইডেনে কোরআন অবমাননার ঘটনায় নিন্দা জানান এবং মুসলিম সম্প্রদায়কে রক্ষায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।  

গত বুধবার বিশ্বের অনেক দেশে ঈদুল আযহা পালন হয়। ঈদের প্রাক্কালে সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে ইরাকের একজন ৩৭ বছর বয়সী অভিবাসী সালওয়ান মোমিকা কোরআনের একটি কপি ছিঁড়ে ফেলেন। আদালতের তাকে এই কাজের অনুমতিও দিয়েছিল! তবে পরে পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে একটি জাতিগত বা জাতীয় গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ আনে।

ইসলাম ও কোরআনের বিরুদ্ধে সুইডেনের এ ধরনের ধারাবাহিক কর্মকাণ্ড তুরস্কসহ পুরো মুসলিম বিশ্বকে ক্ষুব্ধ করে। তুরস্ক বলেছে, এটি জঘন্য একটি কাজ। মত প্রকাশের স্বাধীনতার নামে ইসলাম বিরোধী বিক্ষোভের অনুমতি দেওয়া অগ্রহণযোগ্য।

এর আগে গত জানুয়ারিতে সুইডেনে এ ধরনেরই আরেকটি ঘটনা ঘটে। সে সময়ও রাশিয়া এর প্রতিবাদ জানিয়ে বলেছিল, পবিত্র কোরআন পোড়ানো ইসলামোফোবিয়ার আরেকটি উস্কানিমূলক কাজ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে বলেন, এই ধরনের নিন্দামূলক কর্মকাণ্ড রাশিয়ার মুসলিম সম্প্রদায়সহ ইসলামি বিশ্বে একটি কঠোর প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি ও জিও টিভি।

Link copied!