ক্রাইমিয়ার গভর্নরকে হত্যার চেষ্টা করেছিল কিয়েভ, দাবি মস্কোর

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৪, ২০২৩, ০৪:৩৮ পিএম

ক্রাইমিয়ার গভর্নরকে হত্যার চেষ্টা করেছিল কিয়েভ, দাবি মস্কোর

সের্গেই আকসিওনভ। সংগৃহীত ছবি

ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া ক্রাইমিয়া উপদ্বীপে মস্কো নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভকে কিয়েভ হত্যাচেষ্টা করেছিল বলে দাবি করেছে মস্কো।

স্থানীয় সময় সোমবার রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এক বিবৃতিতে এ তথ্য জানায়। 

এফএসবি’র বিবৃতির বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ক্রাইমিয়ার গভর্নরকে হত্যার জন্য এক রুশ নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছিল।গোয়েন্দা কর্মকর্তারা ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ক্রাইমিয়ার সের্গেই আকসিওনভকে হত্যা করতে ওই ব্যক্তিকে নিয়োগ দিয়েছিল ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ। এ জন্য তাকে ইউক্রেনে প্রশিক্ষণও দেওয়া হয়েছিল।

এফএসবি আরও জানায়,  ইউক্রেনের অ্যাসাইনমেন্ট পেয়েই গত জুনে ক্রাইমিয়া গিয়েছিলেন ৩০ বছর বয়সী ওই রুশ নাগরিক। তার লক্ষ্য ছিল আকসিওনভের গাড়িতে বিস্ফোরণ ঘটানো। তবে গোপন একটি স্থান থেকে বিস্ফোরক সংগ্রহের সময় তাকে গ্রেফতার করে রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি ‘র সদস্যরা।

তবে ক্রাইমিয়া প্রধানকে হত্যাচেষ্টার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেনের জেলেনস্কি প্রশাসন।

Link copied!