ক্ষমতা ছাড়ার পর বেড়েছে ট্রাম্পের সম্পদ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৬, ২০২২, ০৮:৩৩ পিএম

ক্ষমতা ছাড়ার পর বেড়েছে ট্রাম্পের সম্পদ

পরিস্থিতি যা-ই হোক, রাজার সম্পদ নাকি সহজে ফুরোয় না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়েছে সেই দশা। ক্ষমতা ছেড়েছেন, কিন্তু ঐশ্বর্য হারাননি। হোয়াইট হাউস ছাড়ার পর থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পরিমাণ ক্রমশই বাড়ছে। ফোর্বসের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, হোয়াইট হাউস ছাড়ার ১৪ মাসেরও বেশি সময় পর ট্রাম্পের মোট সম্পদ বেড়ে ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বিকল্প হিসেবে ট্রুথ সোশ্যাল চালুর পর ট্রাম্পের সম্পদের পরিমাণ বেড়েছে বলে মনে করছে ফোর্বস।

প্রতিবেদন মতে, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের মোট সম্পদ ছিল সাড়ে ৪ বিলিয়ন ডলার। প্রেসিডেন্ট থাকার সময় তার সম্পদের পরিমাণ কমতে কমতে ২০২০ সালে ২ দশমিক ১ বিলিয়ন ডলারে এসে ঠেকে। তবে, এরপর থেকে তার সম্পদ ক্রমশ বাড়ছে। ২০২১ সালে ট্রাম্পের সম্পদ খানিকটা বেড়ে ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে থাকার চেয়ে ব্যবসায়ী হিসেবে থাকাটা ট্রাম্পের জন্য বেশি লাভজনক উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, “সম্প্রতি, ট্রাম্প তার সম্পদের পরিমাণ ৪৩০ মিলিয়ন ডলার বৃদ্ধি করেছেন।”

Link copied!