২০২৫ পর্যন্ত ক্ষমতায় থাকতে জোট করলেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৩, ২০২২, ০৫:৫৪ পিএম

২০২৫ পর্যন্ত ক্ষমতায় থাকতে জোট করলেন ট্রুডো

বিনা বাঁধায় ২০২৫ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে নিউ ডেমোক্রেটিক পার্টি-এনডিপি এর সঙ্গে জোট করেছে জাস্টিন ট্রডোর লিবারেল পার্টি অব কানাডা। পার্লামেন্টে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ট্রুডোর সরকারকে বলা হতো সংখ্যালঘুদের শাসনব্যবস্থা। হাউজ অব কমন্সে ২৫টি আসন থাকা নিউ ডেমোক্রেটিক পার্টির সঙ্গে নতুন এ চুক্তির ফলে ট্রডো যেমন নিজের ক্ষমতা পাকাপোক্ত করলেন, সাথে সাথে বিরোধি শিবির চাইলেই তাকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যূত করতে পারবে না।

এর আগে, ২০১৫ সালের ফেডারেল নির্বাচনে ট্রুডোর পার্টি লিবারেল পার্টি অব কানাডা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শক্ত অবস্থানে ছিলো। সেবার নিম্নকক্ষে ১৮৪টি আসন পায় ট্রুডোর দল। তবে ২০১৯ সালে কানাডার ফেডারেল নির্বাচনে ট্রুডোর দল ১৫৭টি আসন পেলে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। ৩৩৮টি আসনের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজন ১৭০টি আসন। এরপর ট্রুডোর অনুরোধে ২০২১ এর ১৫ আগস্ট পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ২০২১ এর ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনেও ট্রুডোর দল একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। ১৬০টি আসন পেয়ে আবারও দুর্বল সরকার গঠন করে লিবারেল পার্টি। ইরিন ও টোলির নেতৃত্বে কনজারভেটিভ পার্টি অব কানাডা ১১৯টি আসন নিয়ে প্রধান বিরোধীদলের দায়িত্বে রয়েছে।

Link copied!