সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়ে সাভারে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মানববন্ধন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২৫, ১১:০১ পিএম

সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়ে সাভারে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়ে সাভারে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে দ্রুত বিচার চেয়ে মানববন্ধন করেছে সাভারের স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

শনিবার (৯ আগস্ট) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরের প্রধান ফটকে এ মানববন্ধন করেন তারা।

এ সময় সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহবায়ক ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি সোহেল রানা বলেন, ‘সাংবাদিক তুহিনের হত্যা কেবল সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।

দৈনিক সকালের সময়ের সহ-সম্পাদক ইমাম হোসেন বলেন, ‘রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং পুনরায় শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।

২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ৭ জনকে গ্রেপ্তার করায় মানববন্ধন থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরি। কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।’

এ সময় সাভার উপজেলা সাংবাদিক সমিতির যুগ্ম-আহবায়ক ও দৈনিক সকালের সময়ের সাভার উপ‌জেলা প্রতিনিধি আহমেদ জীবন, সাপ্তাহিক সময় এখন আমাদের পত্রিকার প্রতিনিধি শরিফুল ইসলাম পাটোয়ারী স্বপন, সাভার উপজেলা সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য মুজাহিদ খান কাওছার, সাভার একতা সাংবাদিক সংগঠনের সভাপতি ও দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি কাজী দেলোয়ার হোসেন, লিজা খান, দ্যা রিপোর্ট লাইভ এর সাভার প্রতিনিধি  সাংবাদিক রুমন জোয়ার্দার জনি, আলমগীর হোসেন, রঞ্জু শেখ, শান্ত খান, অভি খাইরুল, আতিকুর রহমান আতিক, ছালেহ আহমেদ, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, সজীব হোসেন, আবুল বাসার মোল্লাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ডের নিন্দা ও বিচারের দাবি জানিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Link copied!