খুব দ্রুত তাইওয়ানে চীনের বিমান হামলা, পেন্টাগনের ভয়ঙ্কর তথ্য ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৩, ০৪:১৫ এএম

খুব দ্রুত তাইওয়ানে চীনের বিমান হামলা, পেন্টাগনের ভয়ঙ্কর তথ্য ফাঁস

ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের বেশ কিছু নথি, মানচিত্র, বিভিন্ন নকশা এবং ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তে শুরু করেছে। অনলাইনে ফাঁস হওয়া এসব কাগজপত্রের মধ্যে রয়েছে ইউক্রেন যুদ্ধের বিস্তারিত ধারাবাহিক টাইমলাইন এবং অসংখ্য দুর্ভেদ্য সামরিক সংক্ষিপ্ত শব্দসহ কাগজপত্র, যার ওপরে ‘অত্যন্ত গোপনীয়’ শব্দ লেখা রয়েছে।

এসব নথিতে উঠে এসেছে ইউক্রেন ও রাশিয়ার পক্ষে কতজন হতাহত হয়েছে, দু'পক্ষের সামরিক দুর্বলতাগুলো কী এবং বিশেষ করে তাদের সামরিক শক্তির দিকগুলো কী হতে পারে? সবশেষ ফাঁস হলো-চীন ও তাইওয়ান নিয়ে ভয়ঙ্কর তথ্য।

ফাঁস হওয়া পেন্টাগনের গোপন নথিতে বলা হয়েছে, চীন সম্ভবত খুব দ্রুতই তাইওয়ানে বিমান হামলা চালাবে। যুক্তরাষ্ট্রের এয়ার ন্যাশনাল গার্ডসম্যান জ্যাক ট্যাক্সির দ্বারা ফাঁস হওয়া নথির একটি অংশে আরও দেখা যায়, জি-৭ ভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা চীনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনার জন্য একটি বৈঠকে যোগ দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়,  ওই নথিগুলো থেকে জানা যায়, তাইওয়ান নিজেদের আকাশ প্রতিরক্ষা নিয়ে যথেষ্ট ভয়ে আছে । চীনের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা কতটুকু সক্ষম তা নিয়েও সন্দেহে আছেন সেনা কর্মকর্তারা। চীনের ক্ষেপণাস্ত্রের হাত থেকে নিজেদের দুর্বল বিমানগুলো আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করতে এক সপ্তাহের মতো সময় নিতে পারে বলে আশঙ্কা করছিল।

নথিতে আরও বলা হয়েছে, পেন্টাগন বিশ্লেষকদের মতে, ইউক্রেনে রুশ বাহিনীর হামলার চেয়ে অনেক বেশি সহজ হবে তাইওয়ানে চীনের বিমান হামলা।

 

প্রসঙ্গত, তাইওয়ানকে বরাবরই নিজের অংশ বলে মনে করে আসছে চীন। তাইয়ানকে জব্দ করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাদের সামরিক বাহিনীকে আরও প্রসারিত ও আধুনিকরণ করেছেন। বর্তমানে তাইওয়ানের সামরিক বাহিনীর যে আকার তার চাইতে  ১৪ গুণ বড় চীনের সামরিক বাহিনী। 

Link copied!