গাজায় মেয়াদ উত্তীর্ণ করোনার ভ্যাক্সিন পাঠিয়েছে ইসরায়েল

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৪:২১ পিএম

গাজায় মেয়াদ উত্তীর্ণ করোনার ভ্যাক্সিন পাঠিয়েছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৫০,০০০ ডোজ মেয়াদোত্তীর্ণ করোনাভাইরাসের ভ্যাক্সিন পাঠিয়েছে ইসরায়েল। বুধবার (১৫ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব৪৮।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ায় তৈরি ভ্যাক্সিনগুলো গাজায় পাঠানোর জন্য ইসরাইলকে দেওয়া হয়। কিন্তু তারা সেগুলো না পাঠিয়ে ফেলে রেখে দিয়েছিল। এছাড়া ভ্যাক্সিনগুলো অনুপযুক্ত অবস্থায় রেখে দিয়েছিল তেল আবিব।

জানা গেছে, সম্প্রতি গাজার কারেম আবু সালেম ক্রসিং দিয়ে রাশিয়ার তৈরি স্পুৎনিক লাইট টাইপের ভ্যাক্সিনের চালানটি অবরুদ্ধ এ উপত্যকায় পাঠানো হয়। কিন্তু সেফটি টেস্টে দেখা যায়, ভ্যাক্সিনগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে।

এর আগে ইসরায়েলি গণমাধ্যম খবর দিয়েছিল, মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া ভ্যাক্সিনগুলো প্রথমে তেল আবিব পশ্চিম তীরের কর্তৃপক্ষকে দিতে চেয়েছিল। কিন্তু মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ ওই চুক্তি বাতিল করে দেয়। এরপরই চালানটি গাজা উপত্যকায় পাঠায়  ইসরায়েল।

সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, গাজা উপত্যকায় এখন পর্যন্ত এক লাখ ৪৭ হাজার ৩৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে এক হাজার ২২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় ২০ লাখ মানুষ বসবাস করলেও এ পর্যন্ত মাত্র তিন লাখ ৫৪ হাজার মানুষ করোনাভাইরাসের টিকা নিতে পেরেছেন।

Link copied!