গাজায় হামাস প্রধানের বাড়িতে ইসরায়েলের বোমাবর্ষণ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৬, ২০২১, ১২:৪৮ পিএম

গাজায় হামাস প্রধানের বাড়িতে ইসরায়েলের বোমাবর্ষণ

গাজা উপত্যকায় হামাস প্রধান ইয়াহিয়া আল সিনওয়ার বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলী বাহিনী। স্থানীয় সময় রবিবার (১৬ মে) ইসরায়েলী সেনাবাহিনী বিমান থেকে হামাস প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে।

রয়টার্সের খবরে বলা হয়, হামাস নিয়ন্ত্রিত আল-আকসা টেলিভিশনের খবরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে হামাস প্রধান আহত কিংবা নিহত হয়েছেন কি না, সে বিষয়ে কিছু বলা হয়নি।

গাজায় অবস্থিত কাতারভিত্তিক গণমাধ্যম আলজিাজিরার আঞ্চলিক অফিস, অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সির অফিসসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের অফিস 'আল জালা টাওয়ার' গুঁড়িয়ে দেওয়ার পর বিমান হামলার ৭ম দিনে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হলো ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস প্রধানের বাড়ি।

অধিকৃত গাজা উপত্যকায় নিজ বাড়িতে থেকে ২০১৭ সাল থেকে হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার নেতৃত্ব দিয়ে আসছেন হামাস  প্রধান ইয়াহইয়া আল সিনওয়ার।

আল-আকসা টেলিভিশনের খবরে বলা হয়, ‘ওই হামলার জবাবে রবিবার সকালেই তেলআবিব ও ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহরগুলোয় হামাস যোদ্ধারা শতাধিক রকেট হামলা চালিয়েছে।

গাজা উপত্যকায় রবিবারও (১৬ মে) হামাস যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। সকালে চালানো ওই হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আলজাজিরার খবরে বলা হয়েছে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৭দিন ধরে ইসরায়েল বাহিনীর অব্যাহত বিমান হামলায় এ পর্যন্ত ৪১ শিশুসহ ১৬৪ জন ফিলিন্তিনি নিহত হয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

অপরদিকে বিমান হামলার জবাবে হামাস যোদ্ধাদের অব্যাহত রকেট হামলায় ইসরায়েলের ১০ জন নিহত হয়েছে বলে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়।

Link copied!