গাড়ির দরজায় পা চাপা পড়ে আহত হন মমতা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৪, ২০২১, ১১:০২ এএম

গাড়ির দরজায় পা চাপা পড়ে আহত হন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায় নিজের গাড়িতে ওঠার সময় দলীয় নেতাকর্মীদের হুড়োহুড়ি ও দরজায় পা চাপা পড়ে আহত হন। ষড়যন্ত্র করে তাকে ধাক্কা দিয়ে ফেলার অভিযোগের কোনও প্রমাণ মেলেনি বলে জানা যায়।

মমতা বন্দোপাধ্যায় নিজের গাড়িতে ওঠার সময় দলীয় নেতাকর্মীদের হুড়োহুড়ি ও দরজায় পা চাপা পড়ে আহত হন।

পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনে নিযুক্ত রাজ্য পুলিশের পর্যবেক্ষক বিবেক দুবে ও বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক শনিবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে এ তথ্য জানিয়েছেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময়ে মমতা ব্যানার্জির নিরাপত্তায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। ভীড়ের মধ্যে তাড়াহুড়ো করে গাড়িতে উঠতে গিয়ে আঘাত পান মুখ্যমন্ত্রী। তার পা গাড়ির দরজায় চাপা পড়ায় চোট পেয়েছেন।

এদিকে চিকিৎসকদের পরামর্শ খানিকটা উপেক্ষা করেই সোমবার (১৫ মার্চ) থেকে ফের নির্বাচনী প্রচারণায় নামতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছু ঠিকঠাক থাকলে ঝাড়গ্রাম জেলা থেকে তার সফর শুরু হবে। হুইলচেয়ারে বসেই প্রচারণার কাজ চালাবেন তিনি। আগামী বুধবার (১৭ মার্চ) তিনি ইশতেহার প্রকাশ করবেন।

গত ১০ মার্চ নিজের নির্বাচনী আসন নন্দীগ্রামে পড়ে গিয়ে আঘাত পান মমতা। ওই ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন তিনি। মমতা সাংবাদিকদের বলেন, ভিড়ের মধ্যে বাইরের চার-পাঁচজন লোক ঢুকে পড়েছিল। তারা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ওরা ইচ্ছা করে ধাক্কা মেরেছে। এর পেছনে ষড়যন্ত্র ছিল।

সূত্র: আনন্দবাজার।

Link copied!