চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২২, ১০:১৭ পিএম

চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

ইউক্রেন ইস্যুতে সাম্প্রতিক অস্থিরতার মধ্যে চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্ল্যাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের বৈঠকে ইউরোপ ইস্যুতে ফলপ্রশু আলোচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চীনের গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, পুতিন চান চীনা প্রেসিডেন্টকে সঙ্গে বিশ্বের চলমান নানা অস্থিরতার সমাধানে কাজ করতে।     

ইউরোপে ৩ হাজার নতুন মার্কিন সৈন্য মোতায়েনের সিদ্ধান্তেরও কঠোর নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ন্যাটোকে সহায়তা করতে মার্কিন সৈন্য বাড়ানোর এ তৎপরতা ইউরোপের শান্তির জন্য হুমকি বলে মনে করে মস্কো। 

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন জানিয়েছে, পোল্যান্ড ও জার্মানিতে মোতায়েনের জন্য ২ হাজার সৈন্য পাঠানো হবে দক্ষিণ-পূর্ব আমেরিকান প্রদেশ নর্থ ক্যারোলিনা থেকে। জার্মানিতে ইতোমধ্যে পৌছে যাওয়া ১ হাজার মার্কিন সৈন্য যাবে রোমানিয়ায়। প্রয়োজনে আরও সাড়ে ৮ হাজার মার্কিন সৈন্য ইউরোপজুড়ে মোতায়েনের চিন্তা ভাবনা আছে পেন্টাগণের।  ইউরোপজুড়ে মার্কিন সৈন্যদের এ অদলবদল পরিস্থিতি আরও ঘোলাটে করবে মনে করে রাশিয়া।     

ইউক্রেন সীমান্তে প্রায় ১ লাখ রুশ সৈন্যদের সাম্প্রতিক অবস্থান নিয়ে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রশাসন ইউরোপে সৈন্য মোতায়েনের এ সিদ্ধান্ত নিলো। ইউক্রেন থেকে আলাদা করে ক্রিমিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার প্রায় ৮ বছর পর দেশটির সীমান্তে আবারো সৈন্য বাড়িয়েছে মস্কো। যদিও ইউক্রেনে আক্রমণের কোন পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।  

Link copied!