জনি ডেপের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ইলন মাস্কের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২২, ১২:৪৩ পিএম

জনি ডেপের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ইলন মাস্কের

চার বছর আগে ছিলেন স্বামী-স্ত্রী, তবে হলিউড তারকা জনি ডেপ আর অ্যাম্বার হার্ড এখন আদালতে পরস্পরের মুখোমুখি। জনি ডেপের স্ত্রী আম্বার হার্ডের সঙ্গে সম্পর্ক ছিল টুইটারের মালিক ধনকুবের ইলন মাস্কের। এমনকি হলিউড অভিনেতা জেমস ফ্র্যাঙ্কোর সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল আম্বারের।

সম্প্রতি জনি ও আম্বারের পরস্পরের বিরুদ্ধে করা মামলার শুনানিতে এসব পুনরায় উঠে আসে।

২০১৮ সালে “তারকা হয়েও আম্বার স্বামীর নির্যাতনের শিকার”- পত্রিকায় এমন একটি কলাম লেখায় সাবেক স্ত্রীর ওপর খেপে যান জনি ডেপ। স্ত্রীর বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন তিনি। আম্বারও জনির বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলারের মামলা দায়ের করেছেন।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত লেখায় ২৩ বছরের বড় সাবেক স্বামীর বিরুদ্ধে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন অ্যাম্বার হার্ড। মামলার বিবরণে জনি ডেপ দাবি করেন, তিন বছরের (২০১৫ থেকে ২০১৭) যৌথ জীবনে তিনি কখনোই অ্যাম্বারের গায়ে হাত তোলেননি বা তার ওপর যৌন নির্যাতন চালাননি। তবে অ্যাম্বার হার্ডকে পেটানো বা তার ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ অস্বীকার করলেও পুরোনো কিছু টেক্সট মেসেজ তুলে আনায় বিব্রত হতে হয় জনি ডেপকে।

অ্যাম্বারকে পাঠানো মেসেজগুলো যে তার তা স্বীকার করে ৫৯ বছর বয়সী অভিনেতা বলেন, সেই বার্তাগুলো পাঠিয়েছিলেন খুব কষ্টের সময় এবং সেগুলোর জন্য তিনি লজ্জিত।

মামলার শুনানিতে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত জনি ডেপ দাবি করেন, তিনি কখনো কোনো রকমের নির্যাতন না চালালেও অনেকবার তর্কাতর্কির সময় সাবেক স্ত্রী অ্যাম্বার তার সঙ্গে সহিংস আচরণ করেছেন। অ্যাম্বার হার্ডও তার বিরুদ্ধে সহিংসতার অভিযোগ, অর্থাৎ ডেপকে পেটানোর অভিযোগ অস্বীকার করেছেন।

Link copied!