জাতিসংঘ প্রধানের কাছে চিঠি লিখেছে তালেবান

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৪:৩১ পিএম

জাতিসংঘ প্রধানের কাছে চিঠি লিখেছে তালেবান

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে চিঠি লিখেছে তালেবান। আফগানিস্তানে নারী অধিকার ও জাতিসংঘ কর্মীদের সুরক্ষার নিশ্চয়তা দিয়ে চিঠিতে তালেবান দেশটিতে জাতিসংঘের সহায়তা কামনা করেছে।

চিঠির বিষয়টি নিশ্চিত করে জাতিসংঘের মহাসচিব রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিককে বলেছেন, তিনি তালেবানের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। এই চিঠিতে তালেবান উল্লেখ করেছে, তারা জাতিসংঘের কর্মীদের সুরক্ষা দেবেন। এছাড়াও নারী অধিকার নিয়েও কথা বলেছে তারা চিঠিতে।

তিনি বলেন, ‘তালেবানের সঙ্গে আফগানিস্তানে ত্রাণ সহায়তা নিয়ে আমাদের আলোচনা হয়েছে’। আফগানিস্তানজুড়ে মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানো, জাতিসংঘে কর্মরতদের সুরক্ষা, নারী অধিকার ইস্যুতেও তালেবানের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন গুতেরেস।

চলতি মাসের শুরুর দিকে তালেবানের সঙ্গে জাতিসংঘের আলোচনা শুরু হয়। আলোচনার জন্য জাতিসংঘের দূত মার্টিন গ্রিফিতজ আফগানিস্তানের রাজধানী কাবুলে গিয়েছেন।

এর আগে, গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে অনেক দেশ আফগানিস্তানে সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে আফগানিস্তানে মানবিক সংকট দেখা দিয়েছে।

Link copied!