মে ২৯, ২০২৩, ০১:৩১ পিএম
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন অর্থায়নে নাৎসি বাহিনী জার্মানিতে গণহত্যা চালিয়েছিল বলে দাবি করেছে রাশিয়া।
সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে মার্কিন সিনেটর গ্রাহাম রাশিয়ার বিরুদ্ধে অপমানজনক এক মন্তব্যের প্রতিবাদে রবিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রাফবার্তায় দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন।
যেসব মার্কিন প্রতিষ্ঠান ও ব্যক্তি নাৎসি বাহিনীকে অর্থ দিয়ে সহায়তা করেছিল, তার একটা তালিকাও তিনি তুলে ধরেন।
মারিয়া জাখারোভা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হেনরি ফোর্ড, জেনারেল মোটরস, কোডাক, কোকা-কোলা, স্টেন্ডার্ড ওয়েল, আইবিএম ও জেপিমর্গান অর্থ দিয়ে সহায়তা করেছে জার্মানির নাৎসি বাহিনীকে।
তিনি বলেন, মার্কিনিদের এ ধারা এখনো অব্যাহত রয়েছে। মার্কিনি কোটিপতিরা এখন ইউক্রেন যুদ্ধে তাদের অর্থ বিনিয়োগ করছে।
উল্লেখ্য, গত শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, আমরা বিনিয়োগ না করায় রুশ নাগরিকরা এখন অর্থকষ্টে মারা যাচ্ছে।