জালিয়াতির অভিযোগের মধ্যেই ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ পেল আদানি গ্রুপ

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৩, ১২:৫৮ এএম

জালিয়াতির অভিযোগের মধ্যেই ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ পেল আদানি গ্রুপ

জালিয়াতির অভিযোগ তুলে প্রতিবেদন তৈরি করে আদানি গ্রুপ নাড়িয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক লগ্নি সংক্রান্ত গবেষণাকারী সংস্থা হিনডেনবার্গ। এসব নিয়ে চিন্তায় থাকার মধ্যেই গৌতম আদানির কাছে এলো সুখবর। ৪০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে তাঁর কোম্পানি। ভারতীয় ‍মুদ্রায় ৩ হাজার ২৬০ কোটি টাকা। এই টালমাটাল হালে থাকা আদানি গ্রুপে বিনিয়োগ করেছে আবু ধাবির সংস্থা ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি।

সোমবার (৩০ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের ভাই ও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেশক শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের এই কোম্পানি আদানিদের সহায়ক সংস্থায় বিনিয়োগ করবে বলে জানায়।

সংস্থাটি এক বিবৃতির মাধ্যমে জানায়, ভারতীয় শিল্পগোষ্ঠীর মৌলিক বিষয়গুলোতে আস্থা আছে বলেই তারা আদানি গ্রুপে ৪০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ করতে চায়। দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে আগামী দিনে শেয়ার বৃদ্ধির সমূহ সম্ভাবনা রয়েছে।

গত সপ্তাহে হিনডেনবার্গ তাদের এক প্রতিবেদনে ভারতের শিল্পগোষ্ঠী আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনে। তারা অভিযোগ করে কৃত্রিমভাবে শেয়ারের দর কয়েক গুণ বাড়িয়ে আদানিরা বিশাল সম্পদ তৈরি করেছেন।

গবেষণা প্রতিবেদনটির প্রভাব পড়ে আদানি গ্রুপের শেয়ারের ওপর। হু হু করে কমতে থাকে দাম। কয়েক দিনে ক্ষতি হয়ে যায় ৬৫ বিলিয়ন ডলারের। এমন বড় ক্ষতির প্রভাবে ভারতীয় ধনকুবের গৌতম আদানি বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তিন থেকে নেমে আসেন আটে।

Link copied!