জুন ১৩, ২০২২, ১১:১০ এএম
আগামী মাসে সৌদি আরব ও ইসরায়েল সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস চলতি সপ্তাহে বাইডেনের এ সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জুলাই মাসের মাঝামাঝি সময়ে বাইডেনের এ সফরটি হতে পারে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক মুখপাত্র বলেছেন, এ সফরের বিস্তারিত তথ্য তাঁদের কাছে নেই। ধারণা করা হচ্ছে, বাইডেনের সৌদি আরব সফরের উদ্দেশ্য; রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক জোরদার করা। সৌদি আরব সফরকালে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বাইডেনের বৈঠক হতে পারে।