টিকা না নেয়ায় বিমান কোম্পানির ৬০০ কর্মী ছাঁটাই !

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৩:০০ এএম

টিকা না নেয়ায় বিমান কোম্পানির ৬০০ কর্মী ছাঁটাই !

কোম্পানির নিজস্ব নীতি মেনে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধক টিকা না নেওয়ায় প্রায় ৬০০ কর্মীকে চাকরিচ্যূত করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কোম্পানিটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।খবর ব্যাংকক পোস্টের।

থাইল্যান্ড ভিত্তিক ব্যাংকক পোস্টের খবরে বলা হয়, ইউনাইটেড এয়ারলাইন্স কোম্পানির কর্মকর্তারা বলছেন, তাদের ৫৯৩ জন কর্মী টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এছাড়া আরও ২ হাজার কর্মী মেডিকেল বা ধর্মীয় কারণ দেখিয়ে টিকা না নিতে অনুরোধ জানিয়েছেন। কোম্পানিটি বলছে, টিকা নিতে না চাওয়া এই কর্মীর সংখ্যা তাদের ৬৭ হাজার লোকবলের প্রায় ৩ ভাগ।

আগস্ট মাসের শুরুতে ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, তাদের সব কর্মীকে করোনার টিকা নিতে হবে। একইসঙ্গে টিকা নেয়ার প্রমাণপত্র হিসেবে টিকা কার্ড কোম্পানির সিস্টেমে আপলোড করতে হবে।

ইউনাইটেড এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্কট কিরবি এবং প্রেসিডেন্ট ব্রেট হার্ট কর্মীদের উদ্দেশে দেয়া এক স্মারকলিপিতে বলেন, এটি অবিশ্বাস্য রকমের কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমাদের টিমকে সুরক্ষিত রাখাই আমাদের প্রথম অগ্রাধিকার। কোম্পানির কর্মকর্তারা বলছেন, টিকা নিতে অস্বীকৃতি জানানো ব্যক্তিরা চাকরিচ্যূত হওয়ার আনুষ্ঠানিক বৈঠকের আগেই টিকা নিলে তারা চাকরি হারাবেন না।

এদিকে ইউনাইটেড এয়ারলাইন্স বলছে, যারা অব্যাহতি চেয়েছে তাদের বাদ দিয়ে প্রায় ৯৯ শতাংশ কর্মী টিকা নিয়েছে। কোম্পানির একজন মুখপাত্র জানান, আগামী কয়েক বছরে প্রায় ২৫ হাজার কর্মী নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে ইউনাইটেড। সেখানে আগে থেকে টিকা নেয়া অন্যতম শর্ত হিসেবে থাকবে বলেও তিনি জানান।

Link copied!