টেক্সাসের হত্যাকাণ্ড ঠান্ডা মাথার খুন: ন্যান্সি পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৬, ২০২২, ০৩:৩০ এএম

টেক্সাসের হত্যাকাণ্ড ঠান্ডা মাথার খুন: ন্যান্সি পেলোসি

টেক্সাসের হত্যাকান্ডকে ঠান্ডা মাথার খুন বা কুল ব্ল্যাডেড কিলিং হিসেবে উল্লেখ করেছেন ৪৩৫ সদস্যের মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এ ঘটনার নিন্দা জানিয়ে পেলোসি বলেছেন, অস্ত্র নিয়ন্ত্রণ করতে দায়িত্বপ্রাপ্তদের ব্যর্থতার কারণে এ ধরণের ঘটনা ঘটছে।  

মঙ্গলবার, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উভাল্ডে রব এলিমেন্টারি প্রাথমিক বিদ্যালয়ে সালভাদর রামোস নামে ১৮ বছর বয়সের এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়।

ইরমা গারসিয়া নামের এক শিক্ষিকা শিক্ষার্থীদের বাচাঁতে গিয়ে নিহত হন। নিহতদের অধিকাংশের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এ ধরণের বেশ কয়েকটি হত্যাকান্ডের খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বারবারই শিরোনাম হচ্ছে। ১৪ মে নিউইয়র্কের বাফেলোতে ১৮ বছরের এক তরুণের হামলায় ১০ জন নিহত হয়। নিহতদের অধিকাংশ কালো বর্ণের হওয়ায় ওই হত্যাকান্ডের পেছনের কারণ হিসেবে বর্ণবাদকে দায়ী করা হয়। 

হত্যাকারীর ছবি

১০ দিনের ব্যবধানে একই ধরনের হামলার ঘটনায় প্রশ্ন দেখা দিয়েছে দেশটির অস্ত্র আইন নিয়ে। যেকোন ব্যক্তির কাছে অস্ত্র দেওয়ার ফলে এ ধরণের হত্যাকান্ডের ঘটনা বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের।

 

Link copied!