টোকিও অলিম্পিকে যাবে চীনের ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৬, ২০২১, ০৮:১২ পিএম

টোকিও অলিম্পিকে যাবে চীনের ভ্যাকসিন

এক বছর পিছিয়ে আয়োজন হতে যাওয়া বহুল আলোচিত টোকিও অলিম্পিকে অংশ নেওয়া ক্রীড়াবিদদের নিরাপত্তা ও সুরক্ষায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অংশগ্রহণকারীদের  জন্য চীন থেকে টিকা কিনবেন বলে জানা যায়। বিশ্বের সর্বোচ্চ এই ক্রীড়াযজ্ঞ চলকত বছর ২৩ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৮ আগস্ট পর্যন্ত।

বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে জৈব সুরক্ষা বলয়ের। করোনার সংক্রমণ রোধে কেমন হবে আসন্ন অলিম্পিকের পদক্ষেপ তা নিয়ে ছিল নানা প্রশ্ন।

আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ জানিয়েছেন, স্থানীয় আয়োজক কমিটি টোকিও অলিম্পিকে বিদেশি দর্শকদের প্রবেশের অনুমতি দেয়ার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। টোকিও অলিম্পিকের পরপরেই আবার বেইজিংয়ে বসবে শীতকালীন অলিম্পিকের আসর।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান বলেন, ‘ক্রীড়াবিদদের জন্য চীনের থেকে করোনাভাইরাসের টিকা কিনতে চলেছি আমরা। টোকিও অলিম্পিক, বেইজিংয়ের শীতকালীন অলিম্পিকের সময়ও চীনের অলিম্পিক কমিটি করোনার টিকার অতিরিক্ত ডোজ সরবরাহ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।’

তিনি জানান, অলিম্পিক ও প্যারালিম্পিকের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ভ্যাকসিনের টাকা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বহন করবে।

সূত্র: ডিপ্লোম্যাট নিউজ

 

 

 

 

 

 

Link copied!