আগস্ট ১১, ২০২২, ১১:৫৭ এএম
মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, তাইওয়ানে হামলা হলে চীনকে দাঁতভাঙা জবাব দিতে হবে। চীনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।
মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের পর চীন-তাইওয়ান উত্তেজনার পারদ বেড়েই চলেছে। যত সময় গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে সংকট। তাওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়ার মধ্যেই এবার পাল্টা ব্যবস্থা নিল তাইপে। মঙ্গলবার (৯ আগস্ট) তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় শুরু করেছে সরাসরি গোলাবর্ষণের মহড়া।
এর মধ্যেই তাইওয়ান ঘিরে সপ্তাহব্যাপী চীনা সামরিক মহড়া সমাপ্তির ঘোষণা দিয়েছে দেশটির সামরিক বাহিনী।
তাইওয়ানের দাবি, চীনের হুমকি মোকাবিলায় নিজেদের প্রস্তুতির অংশ হিসেবেই এ তৎপরতা। বহির্বিশ্বের আগ্রাসন প্রতিহত করতে তাইওয়ানের সাধারণ মানুষ যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে জানান অঞ্চলটির সামরিক বাহিনীর মুখপাত্র।
ন্যাশনাল সোসাইটি অব তাইওয়ান স্টাডিসের ভাইস প্রেসিডেন্ট ওয়াং জি বলেন, এক চীন নীতির বিষয়ে বেইজিং বারবার সবাইকে সতর্ক করে আসছে। চীন বলছে, তারা এ ক্ষেত্রে কোনো ছাড় দেবে না। সুতরাং এটা স্পষ্ট যে, চীন যে কোনো পদক্ষেপ নিতে পারে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে সম্পর্ক গড়ার নামে দীর্ঘদিন ধরে এ অঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তবে তাদের এ চেষ্টা সফল হবে না।