তীব্র দাবদাহের কারণে ফ্রান্সে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৯, ২০২৩, ১২:২২ পিএম

তীব্র দাবদাহের কারণে ফ্রান্সে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি

সংগৃহীত ছবি

তীব্র দাবদাহের কারণে ফ্রান্সের ২৩টি বিভাগীয় শহরে জারি করা হয়েছে ‘অরেঞ্জ অ্যালার্ট’। দাবদাহ অব্যাহত থাকলে অন্যান্য শহরেও সতর্কতা জারি করা হতে পারে বলে সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে। গরমে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ ছুটছেন পার্ক ও পানির ফোয়ারাগুলোতে।

রাজধানী প্যারিসে তাপমাত্রা কিছুটা কম থাকলেও, অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে আছে বাসিন্দারা। গরম থেকে স্বস্তি পেতে অনেকে যেমন পানির ফোয়ারায় গা ভেজাচ্ছেন, অনেকে আবার আশ্রয় নিচ্ছেন পার্কে গাছের ছায়ায়।

এদিকে, দাবদাহের পাশাপাশি ফ্রান্সে দেখা দিয়েছে পানির সংকটও। কোনো কোনো অঞ্চলে পানির স্তর স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেছে বলে জানিয়েছেন দেশটির পরিবেশমন্ত্রী। সবাইকে পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Link copied!