তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ঘটনায় উদ্ধার তৎপরতা চালাতে ১০ সদস্যের উদ্ধারকারী দল পাঠাবে বাংলাদেশ। মঙ্গলবার সংবাদমাধ্যকে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।
তিনি জানান, বাংলাদেশ সরকার সহায়তা দিতে চেয়েছে। তাঁরা আজ অথবা আগামীকাল উদ্ধারকারী দল পাঠাতে পারে।
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ থেকে আনুমানিক ১০ জনের উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে এই দলে কয়েকজন সেনা ও ফায়ার সার্ভিসের সদস্য রয়েছেন। তাঁরা বুধবার বিমানবাহিনীর একটি বিমানে করে রওনা হবেন।
এই দলের সঙ্গে সরঞ্জাম, উপকরণ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা।
এদিকে শেখ খবর পাওয়া পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়েছে।